spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৪১০

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। মোট ১৬ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন ৪১০ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন ৯৫৭ জন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্লেষণে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ২১৪টি ল্যাবে ১৫ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ৪০ লাখ ৩ হাজার ২৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এরা সবাই ষাটোর্ধ্ব।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৯৫৭ জন রোগী করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৯৪ হাজার ৭৫৫ জন।

আরো পড়ুন: কোতোয়ালিতে পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১ জন

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss