গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬৪২ জনে। এছাড়া নতুন করে ১ হাজার ৮৯৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এ নিয়ে সারাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জনে।
শুক্রবার (১৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ১৪১ জন। ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৮৭টি নমুনা সংগ্রহ এবং ১৮হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৩ লাখ ৬৮ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আরো পড়ুনঃ তিন মাস পর করোনায় শনাক্ত ২ হাজার ছাড়াল
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক শূন্য ৪শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
চস/স