spot_img

২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও ৭ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে  চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৪৫৯ জন।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫২ জনের দেহে। এদের মধ্যে ২৩৫ জন নগরীর ও ১৭ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৯৩৪ জনে।

রবিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ছয়টি ল্যাবে ৯৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৪৩ জনের নমুনা পরীক্ষায় ৭০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের দেহে করোনার অস্তিত্ব মেলেছে।

আরো পড়ুনঃ আরও ৭ দিন বাড়তে পারে লকডাউন

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৪ জনের নমুনা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ল্যাবে ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬১ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের দেহে করোনার জীবাণু ধরা পড়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss