চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৪৬৪ জন।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯৩ জনের দেহে। এদের মধ্যে ২৪৯ জন নগরীর ও ৪৪ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ২২৭ জনে।
সোমবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সাতটি ল্যাবে ১১৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৩ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৬৩ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের দেহে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩০ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের দেহে করোনার অস্তিত্ব মেলেছে।
আরো পড়ুনঃ পরবর্তী ৪৮ ঘণ্টায় জ্বর না আসলে ‘শঙ্কামুক্ত’ হবেন খালেদা জিয়া
এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ল্যাবে ২২৬ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
চস/স