spot_img

২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৮৭

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন ৪৭৭ জন।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৮৭ জনের দেহে। এদের মধ্যে ২৩৬ জন নগরীর ও ৫১ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ৮৬১ জনে।

আজ বুধবার (২১ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সাতটি ল্যাবে ১ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৮৯ জনের নমুনা পরীক্ষায় ৮১ জন ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৬৬ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২০৬ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের দেহে করোনার অস্তিত্ব মেলেছে।

আরো পড়ুন: করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েও আক্রান্ত আলমগীর

এছাড়া ইমপেরিয়াল হাসপাতালে ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জন ও শেভরণে ২৬৯ জনের নমুনা পরীক্ষায় ৩১ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৬০ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন ও আরটিআরএলে ৪৭ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss