spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: একদিনে আরও ১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৬১জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৭৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ৩২৩ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৫১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২২টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ২৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৪লাখ ১০ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি নারী । দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৫১জন এবং নারী ১০ হাজার ১১০জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৫১ থেকে ৬০বছরের ১ জন রয়েছেন। মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা । মারা যাওয়া ব্যক্তি সরকারি হাসপতালে মারা গেছেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss