spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

র‌্যাংকিংয়ে বড় লাফ মিরাজের

করোনাকালে নিজেদের প্রথম আন্তর্জাতিক সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একরকম ছেলেখেলাই খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে। ক্যারিবীয়দের ধবলধোলাই করার কুশীলবদের প্রায় সবাই উজ্জ্বল পারফরম্যান্সের পুরস্কার পেলেন বুধবার প্রকাশিত সবশেষ আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে। বোলারদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন গোটা সিরিজে বাংলাদেশের তিন বোলিং হিরো মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। তিন ম্যাচে সর্বোচ্চ সাত উইকেট নিয়ে এই প্রথম শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন মিরাজ। নয় ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৬৯৪ রেটিং পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছেন এই অফ-স্পিনার। ছয় উইকেট নিয়ে শীর্ষ দশে ফিরেছেন বাঁ-হাতি পেসার মোস্তাফিজও। ১১ ধাপ এগিয়ে তিনি আছেন আটে। ২০১৮ সালের ডিসেম্বরে পাঁচে উঠেছিলেন মোস্তাফিজ, যা তার সেরা র‌্যাংকিং।

এছাড়া আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই সিরিজসেরা হওয়া সাকিব অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি বোলারদের র‌্যাংকিংয়ে ১৫ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন। তিন ম্যাচে ছয় উইকেট নেওয়ার পাশাপাশি ১১৩ রান করেছেন সাকিব। অলরাউন্ডার হিসাবে তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪২০। ২৯৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

বোলারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের আরেক বোলার মোহাম্মদ সাইফউদ্দিন এগিয়েছেন তিন ধাপ (৪৩)। শীর্ষে যথারীতি ট্রেন্ট বোল্ট। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে বিরাট কোহলি। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল এক ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন। ১৫ নম্বরে থাকা মুশফিকুর রহিমও এগিয়েছেন এক ধাপ। এছাড়া ছয় ধাপ এগিয়ে ৪৯ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ। আইরিশ ব্যাটসম্যান পল স্টার্লিং আট ধাপ এগিয়ে আছেন ২০ নম্বরে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ হলেও স্টার্লিং করেছেন দুটি সেঞ্চুরি। দলীয় র‌্যাংকিংয়ে আগের মতোই সাতে বাংলাদেশ (৯১)। শীর্ষে ইংল্যান্ড (১২৩)।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss