spot_img

১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হঠাৎ আইপিএলের নিলামে মুশির নাম

আগে নাম ছিল না। তবে শেষ মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিদের চাহিদার কারণে আইপিএল নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। বৃহস্পতিবার তার স্থানীয় এজেন্ট জানিয়েছে এই খবর।

আজ (বৃহস্পতিবার) চেন্নাইয়ে দুপুর সাড়ে তিনটায় শুরু হবে আইপিএলের নিলাম। উইকেটরক্ষক ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়েছেন মুশফিক। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি ভারতীয় রুপি।

আইপিএলের গত ১৩ আসরের নিলামে মুশফিকুর রহীম একবারও বিক্রি হননি। তাই এবারও নাম দিতে চাননি টাইগার উইকেটরক্ষক। তবে টুর্নামেন্টের আয়োজকরা নাকি অনুরোধ করে তার নামটি তালিকাভুক্ত করেছে।

এর আগে বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার এবারের আইপিএলের জন্য নাম তালিকাভুক্ত করেন। তারা হলেন-সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাস এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে যান সৌম্য আর লিটন। তাদের বদলে তালিকায় চলে আসেন মোহাম্মদ সাইফউদ্দিন। সবমিলিয়ে চারজন ছিলেন তালিকায়। শেষ মুহূর্তে মুশফিকের অন্তর্ভূক্তিতে সংখ্যাটা দাঁড়াল পাঁচে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss