spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দফায় দফায় বৃষ্টি, বারবার পিচের কভার সরানো আর ফেরানোতেই কেটে গেল প্রায় আড়াই ঘণ্টা। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় টস শুরু হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে সেটি হলো দুপুর ১টা ৫৫ মিনিটে।

আগের দুই ম্যাচ জিতে সিরিজের শিরোপা নিশ্চিত করে রাখা নিউজিল্যান্ড ক্রিকেট দল এবার শেষ ম্যাচের টস জিততে পারেনি। ক্যারিয়ারে প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে নেমে টস জিতেছেন লিটন দাস।

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। টাইগারদের সপ্তম অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন লিটন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে এবং দুই ইনিংসে খেলা হবে ১০ ওভার করে।

উল্লেখ্য, অকল্যান্ডের ইডেন পার্কে এখনও পর্যন্ত ২৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড ক্রিকেট। যেখানে তারা জিতেছে ৮টি আর হেরেছে ১২টি। ফল আসেনি বাকি তিন ম্যাচে। অন্যদিকে ইডেন পার্কে এ পর্যন্ত কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss