spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফিফটির দেখা পেলেন মুশফিক

সমালোচনা তাকে ঘিরে ধরেছিল। ব্যাটে রান পাচ্ছিলেন না, সেটি তাই স্বাভাবিকই ছিল। বুড়ো হয়ে গেছেন, ব্যাটের ধারটা আগের মতো নেই। এমন নানা কথাবার্তাও ছড়িয়েছিল। অনেকে বলছিলেন, একাদশ থেকে বাদ দিতে।

তবে কাজের দিনে ঠিকই জ্বলে উঠলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে পেয়েই মেলে ধরলেন নিজেকে। প্রায় দুই বছর পর টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পেয়েছেন তিনি। ৩ নভেম্বর ২০১৯ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ ফিফটির দেখা পেয়েছিলেন তিনি।

ইনিংসের হিসেবে সংখ্যাটা ১১। ভারতের বিপক্ষে ওই ম্যাচে ৬০ রানে অপরাজিত ছিলেন মুশফিক। সেই ম্যাচে দল জয়ও পেয়েছিলেন। শ্রীলঙ্কাকে প্রিয় প্রতিপক্ষ বলার কারণটাও বলে ফেলা যাক। শেষ পাঁচ ইনিংসে এ নিয়ে দলটির বিপক্ষে তৃতীয় বারের মতো ফিফটি পেয়েছেন মুশফিক।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss