শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। সুপার টুয়েলভের এই লড়াইয়ে টসভাগ্য বাংলাদেশের সহায় হয়েছে। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আবুধাবিতে বেশ ইতিবাচকই দেখা যাচ্ছিল দুই ওপেনার নাইম শেখ আর লিটন দাসকে। লিটন তো প্রথম ওভারেরই শেষ দুই বলে দুটি বাউন্ডারি হাঁকান।
কিন্তু সেই শুরুটা বেশিদূর এগোতে পারেনি। মঈন আলির করা ইনিংসের তৃতীয় ওভারে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ হন লিটন (৮ বলে ৯)। পরের বলে ডাউন দ্য উইকেটে তুলে মারতে গিয়ে মিডঅনে বল তুলে দেন নাইমও (৭ বলে ৫)।
১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ভীষণ চাপে রয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ১৮ রান।
চস/আজহার