spot_img

২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

তিন ওভারেই তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নেমেছিল সম্মানের জন্য। কিন্তু ম্যাচের পারফর্ম্যান্স বলছে ভিন্ন কিছুই। ১০ রান তুলতেই তিন উইকেট হাওয়া বাংলাদেশের।

শুরুটা হয়েছিল লিটন দাসকে দিয়ে। মোহাম্মদ নাঈম শুরুর দুটো বল খেলে স্ট্রাইক দিয়েছিলেন লিটনকে। মিচেল স্টার্কের ১৪৪ গতির বলে ব্যাট ছোঁয়ালেন বটে, কিন্তু তা ভেতরের কোণায় লেগে আঘাত হানল লেগ স্টাম্পের গোড়ায়। লিটন ফিরলেন ‘গোল্ডেন ডাক’ নিয়ে।

পরের ওভারেই খোয়া যায় সৌম্য সরকারের উইকেট। জশ হেইজেলউডের নিরীহদর্শন এক বল থার্ডম্যানে ঠেলে দিতে চেয়েছিলেন তিনি। সে চেষ্টা সফল হয়নি তার। ব্যাট ছুঁয়ে বলটা এসে আঘাত হানে স্টাম্পে।

পরের ওভারে আরও এক উইকেট খোয়ায় বাংলাদেশ। গ্লেন ম্যাক্সওয়েলের সাধারণ অফ স্পিনে শাফল করে এসে ফ্লিক করতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। পারেননি, হয়েছেন ব্যর্থ। এলবিডব্লিউর ফাঁদে ধরা পড়েন মুশফিক। তৃতীয় ওভারে ১০ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss