spot_img

২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নাঈম-আফিফের বিদায়, চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

শুরুর তিন ওভারে তিন উইকেট হাওয়া। বিপদে তখনই পড়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর পাওয়ারপ্লে শেষ হতে না হতেই হারাল আরও দুই উইকেট।

লিটন দাস, সৌম্য সরকার, আর মুশফিকুর রহিমকে শুরুর তিন ওভারেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তবে নাঈম শেখের সঙ্গে মাহমুদউল্লাহর জুটি ধ্বংসস্তুপ থেকে ফিনিক্স পাখি হয়ে ওঠার আশা দেখাচ্ছিল দলকে। ১৬ বলে ২২ রানের জুটি দাঁড়িয়ে গিয়েছিল বেশ।

তখনই নাঈমের মগজে যেন খেলে গেল আত্মাহুতির নেশা। হেইজেলউডের আগের বলেই খেলেছিলেন দারুণ এক স্ট্রেট ড্রাইভ, পরের বলেও ব্যাট চালানোর নেশা থেকে বেরোতে পারলেন না যেন, পুল করতে গিয়ে ক্যাচ দিলেন স্কয়ার লেগে। তাতে বাংলাদেশ পাওয়ারপ্লে শেষ করে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে।

আজকের চার উইকেটে লজ্জার একটা রেকর্ডও গড়ে ফেলে মাহমুদউল্লাহর দল। চলতি বিশ্বকাপে পাওয়ারপ্লেতে ১৮ উইকেট হারিয়েছে দলটি। আর কোনো দলই শুরুর ছয় ওভারে হারায়নি এত বেশি উইকেট।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss