তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। আজ (সোমবার) তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে টাইগাররা।
আগের দুই ম্যাচের মতো এবারও টসভাগ্যে জয়ী বাংলাদেশ অধিনায়ক এবং টানা তৃতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছেন তিনি।
ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে একাদশে তিনটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। যেখানে অভিষেক হয়েছে পেসার শহিদুল ইসলামের।
ওপেনার সাইফ হাসানের পরিবর্তে স্কোয়াডে ডাক পান পারভেজ হোসেন ইমন। তবে একাদশে জায়গা পাননি এই ব্যাটসম্যান। সুযোগ হয়নি কামরুল ইসলাম রাব্বিরও। মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে শহিদুলের ভাগ্য খুলেছে। বাদ পড়েছেন সাইফ হাসান আর শরিফুল ইসলাম।
সাইফ-শরিফুলেত জায়গা নিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
এক নজরে দুই দলের একাদশ:
বাংলাদেশ: নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারি, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), সরফরাজ আহমেদ, ইফতিখার আহমেদ, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির, হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
চস/আজহার


