spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রথম টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। এ ম্যাচের জন্য আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সংবাদ সম্মেলন করে ১২জনের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।

এই স্কোয়াডে নতুন মুখ আবদুল্লাহ শফিক। এ ছাড়া ফাহিম আশরাফ, সাজিদ খান ও ইমাম-উল-হককেও রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমাদের দলটা খুব ভালো। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা ভালো করতে চাই।’

টানা কয়েক মাস টি-টোয়েন্টি খেলার পর টেস্ট ক্রিকেটে নামছে পাকিস্তান। এ সংস্করণে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা স্বীকার করেন বাবর। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজে নামছে পাকিস্তান। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বাজে ক্রিকেট খেললেও ঘরের মাঠে স্বাগতিকদের মোটেও হালকা করে দেখছেন না বাবর আজম।

পাকিস্তান স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, নোমান আলী, সাজিদ খান ও শাহিন শাহ আফ্রিদি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss