মাউন্ট মঙ্গানুই টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে টিম টাইগার। জয়ী দলকে অভিনন্দন জানাচ্ছেন স্বাবেক ও বর্তমান ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং এক টুইটে টাইগারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ফ্লেমিং বলেন, এই খেলায় নিউজিল্যান্ডের কোনো দোষ ধরা মানে হচ্ছে বোকামি। এই ম্যাচকে কোনোভাবেই হামলা ভাবে নেওয়া যাবে না। বাংলাদেশ ভালো একটি টস জিতেছে। টেস্টটি খুব ভালো খেলেছে তারা। ইতিহাস সৃষ্টি করায় তাদের আমি অভিনন্দন জানাই। দ্বিতীয় টেস্টের জন্য মুখিয়ে আছি।
বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে যে শুধু ফ্লেমিং টুইট করেছেন এমন না। টুইটারে এখন বাংলাদেশের প্রশংসার জোয়াড় বইছে। উচ্ছ্বাস প্রকাশ করছেন সমর্থকরাও। দেখে নিন কারা কারা টুইট করেছে।
চস/আজহার