spot_img

৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আড়াই দিনে ইনিংস ব্যবধানে হারল দক্ষিণ আফ্রিকা

ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ও ২৭৬ রানের বিশাল জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। আজ টেস্টের তৃতীয় দিন খেলা হয়েছে মাত্র ২১ ওভার। টিম সাউদির বোলিং তোপে আড়াই দিনের বেশি সময় হাতে রেখেই দ্বিতীয় ইনিংসে ১১১ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

সাউদি নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে ১৪ বারের মতো পাঁচ উইকেট।

প্রথম ইনিংসে ৯৫ রানে অলআউট হয় সফরকারীরা। অপরদিকে কিউইরা প্রথম ইনিংসে করেছিল ৪৮২ রান। ৩৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে তিন উইকেটে ৩৪ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। আজ বাকি সাত উইকেট দলীয় স্কোরে যোগ করতে পেরেছে মাত্র ৭৭ রান। সর্বোচ্চ টেম্বা বাভুমা ৪১ রান করেছেন। কাইলি ভেরেইন্নের ব্যাট থেকে আসে ৩০ রান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সাউদি পাঁচটি, ম্যাট হেনরি ও নেইল ওয়াগনার দুটি করে এবং কাইল জেমিসন একটি উইকেট নেন।

প্রথম ইনিংসে ২৩ রানে সাতটি ও দ্বিতীয় ইনিংসে ৩২ রানে দুটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন কিউই পেসার ম্যাট হেনরি। ২৫ ফেব্রুয়ারি থেকে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss