spot_img

৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাকিবের পর লিটনও ফিরলো সাজঘরে

লুঙ্গি এনগিডির করা আগের ওভারে এক বাউন্ডারিসহ ৮ রান নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশ দল। কিন্তু সেই মিশনে সফরকারীদের এগোতে দিলেন না প্রোটিয়া তারকা পেসার কাগিসো রাবাদা। তার করার পরের ওভারেই সাজঘরের পথ ধরতে হয়েছে লিটন দাসকে।

এর আগে তামিমের মতোই লাফিয়ে ওঠা ডেলিভারিতে কুপোকাত হয়েছেন সাকিব। কাগিসো রাবাদার করা নিজের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে ফ্লিক করতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বল হাতে ব্যাতের বাইরের কানায় লেগে চলে যায় কভারে দাঁড়ানো কাইল ভেরেনের হাতে। আউট হওয়ার আগে ছয় বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার।

তামিম ইকবাল ও সাকিব আল হাসানের উইকেট হারালেও, বলের বাউন্স ও মুভমেন্ট বুঝে দেখেশুনেই খেলছিলেন লিটন। তিনটি বাউন্ডারি হাঁকিয়ে নিজের আত্মবিশ্বাসেরও জানান দিচ্ছেন এ ডানহাতি ওপেনার। কিন্তু রাবাদার ভেতরে ঢোকা বাউন্সারে ধরা পড়লেন তিনি।

ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলটিই খানিক টেনে খাটো লেন্থে করেন রাবাদা। হালকা সুইং করে ভেতরে ঢুকছিল সেই ডেলিভারি। বলের লাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করেও বাঁচতে পারেননি লিটন। বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে।

একই ওভারে সাজঘরে ফিরতে পারতেন পাঁচ নম্বরে নামা ইয়াসির আলি রাব্বিও। তবে স্লিপে দাঁড়িয়ে তার সহজ ক্যাচ ছেড়ে দেন প্রথম স্লিপের ফিল্ডার জানেমান মালান। রাব্বি বেঁচে গেলেও, বাঁচেননি লিটন। তিনি আউট হওয়ার আগে ২১ বলে করেছেন ১৫ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান। অধিনায়ক তামিম ১ ও সাকিব আউট হয়েছেন ০ রান করে। বিপর্যয় সামাল দেওয়ার মিশনে চতুর্থ উইকেট জুটিতে খেলছেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বি।

এর আগে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কাইল ভেরেন, জানেমন মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss