spot_img

৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আইসিসির মাস সেরার তালিকায় শান্ত

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই তালিকার বাকি দুই ক্রিকেটার হলেন বাবর আজম ও হ্যারি ট্যাক্টর।

গত মাসে দুর্দান্ত খেলেছেন শান্ত। এই সময়টায় আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই সিরিজের তিনটি ম্যাচেই অবদান রেখেছিলেন এই টপ অর্ডার ব্যাটার।

প্রথম ম্যাচেই ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। যদিও বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ৪৫ ওভারে ৩২০ রান অতিক্রম করতে হতো বাংলাদেশকে। সেই ম্যাচে মাত্র ৮৩ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত। সেই ইনিংসে করেন ৯৩ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় ১১৭ রান।

তৃতীয় ম্যাচেও অসাধারণ খেলেন শান্ত। ব্যাট হাতে ৩৫ রানের ইনিংস খেলার পর বল হাতে ১০ রান খরচায় এক উইকেট নেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে তার নেয়া উইকেটের কারণেই পাঁচ রানের জয় পেয়ে যায় বাংলাদেশ।

এই সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন শান্ত। আর তাই প্রথমবারের মতো মে মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে জায়গা করে নিয়েছেন এই ব্যাটার।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss