spot_img

৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণ হবে আজ

লন্ডনের দ্য ওভালে আজ কি রোমাঞ্চ অপেক্ষা করছে? কে জিতবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা? কার মাথায় উঠবে টেস্টে বিশ্বসেরার শিরোপা? অস্ট্রেলিয়া না ভারত? নির্ধারণ হবে আজই।

এখনও পর্যন্ত আপাত দৃষ্টিতে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়াই। তবে, গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে কোনো কিছুই আগাম বলা সম্ভব নয়। একটি সেশনেই খেলার চিত্র বদলে যেতে পারে। ভারতীয় দলে তেমন ব্যাটার রয়েছেন, যিনি চিত্র বদলে দিতে পারেন। বিরাট কোহলির মত ব্যাটার এখনও উইকেটে রয়েছেন।

চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৪৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ভারত হারিয়েছে ৩ উইকেট। রান তুলেছে ১৬৪। জয়ের জন্য এখনও প্রয়োজন ২৮০ রান। হাতে আছে পুরো একটি দিন এবং ৭ উইকেট।

প্রথম ইনিংসে ট্রাভিস হেড এবং স্টিভেন স্মিথের সেঞ্চুরির ওপর ভর করে ৪৬৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ২৯৬ রানে অলআউট হয়ে যায় ভারত। ১৭৩ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭০ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। যার ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রান।

জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান শুভমান গিল। তিনি করেন ১৮ রান। ২৭ রান করেন চেতেশ্বর পুজারা। ৪৩ রান করে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। ৯৩ রানে ৩ উইকেট পড়ার পর হাল ধরেন কোহলি এবং আজিঙ্কা রাহানে। চতুর্থ দিন শেষে কোহলি ৪৪ এবং রাহানে ব্যাট করছিলেন ২০ রানে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss