spot_img

৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারতকে ২০৯ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ৪৪৪ রানের টার্গেটে ব্যাট করা ভারত ৫ম দিনে ২৩৪ রানে অলআউট হয়।

৩ উইকেট হারিয়ে ১৬৪ রানে পঞ্চম দিনের খেলা শুরু করেন বিরাট কোহলি ও অজিনকা রাহানে।

ভারতকে এই টেস্ট জিততে হলে অবশ্য বিশ্বরেকর্ডই গড়তে হতো। চতুর্থ ইনিংসে তাদের সামনে ৪৪৪ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছিল প্যাট কামিন্সের দল।

তবে রান তাড়ায় অনেকটা সময় বেশ আশা জাগানিয়া অবস্থানেই ছিল ভারত। হাতে ৭ উইকেট নিয়ে পঞ্চম ও শেষদিনে ভারতের জয়ের জন্য দরকার ছিল ২৮০ রান।

বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে যেমন আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছিলেন, তাতে ভারতীয় সমর্থকদের মনে আশার সঞ্চার হয়েছিল। সবচেয়ে বড় ভয় ছিল পঞ্চম দিনের সকালটা নিয়ে। কিন্তু কোহলি-রাহানে সকালের প্রথম আধ ঘণ্টা কাটিয়ে দেন অনায়াসেই।

এরপরই স্কট বোল্যান্ডের দুর্দান্ত এক ওভার। হাফসেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা কোহলিকে ড্রাইভে উৎসাহিত করলেন বোল্যান্ড। ভারতীয় ব্যাটিং সেনসেশন ভুলটা করেই বসলেন। এজ হয়ে দ্বিতীয় স্লিপে স্মিথের ক্যাচ হলেন ব্যক্তিগত ৪৯ রানে।

এক বল পর রবীন্দ্র জাদেজাকেও ফিরিয়ে দিলেন বোল্যান্ড। ভারতীয় অলরাউন্ডার (০) ডিফেন্ড করেও এজ হয়ে হলেন উইকেটরক্ষকের ক্যাচ।

এক ওভারে এই দুই উইকেট হারিয়েই হঠাৎ খেই হারিয়ে ফেলে ভারত। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। কোহলি-রাহানের ৮৬ রানের জুটি ভাঙার পর রাহানে আর শ্রীকর ভরতের ৩৩ রানের জুটিতেই যা একটু লড়াই হয়েছে।

স্টার্ককে ড্রাইভ খেলতে গিয়ে আউটসাইডেজ হয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন রাহানে। হাফসেঞ্চুরির কাছে এসে (৪৬) কোহলির মতো ফিরে যান তিনিও। তখনই আসলে ভারতের পরাজয় বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে।

পরের ওভারে শার্দুল ঠাকুরকে (০) এলবিডব্লিউ করে ফেরান নাথান লিয়ন। অসি এই অফস্পিনার ফিরতি ক্যাচ বানান শ্রীকর ভরতকেও (২৩)। শেষ পর্যন্ত ৬৩.৩ ওভার খেলে দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে থামে ভারতের লড়াই।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ১২১.৩ ওভারে ৪৬৯/১০ (ট্রাভিস হেড ১৬৩, স্টিভেন স্মিথ ১২১; মোহাম্মদ সিরাজ ৪/১০৮)
ভারত প্রথম ইনিংস: ৬৯.৪ ওভারে ২৬৯/১০ (আজিঙ্কা রাহানে ৮৯, শার্দুল ঠাকুর ৫১, রবীন্দ্র জাদেজা ৪৮; প্যাট কামিন্স ৩/৮৩)

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৮৪.৩ ওভারে ২৭০/৮ (অ্যালেক্স ক্যারে ৬৬*, মার্নাস লাবুশেন ৪১, মিচেল স্টার্ক ৪১; রবীন্দ্র জাদেজা ৩/৫৮)
ভারত দ্বিতীয় ইনিংস: ৬৩.৩ ওভারে ২৩৪/১০ (বিরাট কোহলি ৪৯, আজিঙ্কা রাহানে ৪৬, রোহিত শর্মা ৪৩; নাথান লিয়ন ৪/৪১, স্কট বোল্যান্ড ৩/৪৬)

ফল: অস্ট্রেলিয়া ২০৯ রানে জয়ী।

yn/n

Latest Posts

spot_imgspot_img

Don't Miss