একমাত্র টেস্টের পর এবার ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। টেস্টের পর এবার ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান।
এছাড়া ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে।
এর আগে মিরপুরে একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
ওয়ানডে সিরিজের পর সিলেটে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে দুই দলে স্কোয়াড।
বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং নাইম শেখ।
আফগানিস্তান ওয়ানডে দল: হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, ইব্রাহিম জাদরান, রিয়াহ হাসান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, জিয়া উর রহমান ওয়াদফার নোমান্দ, মোহাম্মদ সালিম সৈয়দ শিরজাদ, রশিদ খান, আব্দুল রহমান, শহিদুল্লাহ।
চস/স