spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিকান্দার রাজার বন্ধু তাসকিন!

আন্তর্জাতিক ক্রিকেটের অনেক প্রতিপক্ষ ক্রিকেটারই, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কল্যাণে সতীর্থ হয়। তবে সত্যিকার অর্থেই কি দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়? হয়তোবা হয়। অন্তত তাসকিন আহমেদ আর সিকান্দার রাজার মধ্যে সেটা হয়েছে। তাইতো বাংলাদেশী এই পেসারের সঙ্গে বুলাওয়ে ব্রেভসের ড্রেসিংরুম ভাগাভাগি করার আনন্দে রাজা লিখেছেন, ‘আমার বন্ধু তাসকিন।’

জিম আফ্রো টি-টোয়েন্টিতে অংশ নিতে গতকালই দেশ ছাড়েন তাসকিন। জিম্বাবুয়েতে আজ তাসকিনের সঙ্গে দেখা হয় বুলাওয়ের তার সতীর্থ রাজার। এই সময়ে তাসকিনের সঙ্গে একটি ছবি তোলে সামাজিকযোগাযোগ মাধ্যমে সেটি পোস্ট করেছেন এই রোডেশিয়ান অলরাউন্ডার।

সেই ছবির ক্যাপশনে রাজা লিখেছেন, ‘আপনারা যারা তাসকিনকে খুঁজছিলেন, তাদের জন্য। আলহামদুলিল্লাহ, আমার বন্ধু তাসকিন।’

জিম আফ্রোতে আজ একমাত্র ম্যাচে হারারে হারিকেন্সের মুখোমুখি হবে তাসকিন আহমেদের বুলাওয়েও ব্রেভস। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটিসহ পুরো টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।

ম্যাচ শুরুর আগে আজ টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। আর ২৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে জিম্বাবুয়ের এই আসরের। সবগুলো ম্যাচই জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হবে। মোট ৫টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss