spot_img

২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অ্যাশেজের শেষ ম্যাচের জন্য ইংলিশদের দল ঘোষণা

ওল্ড ট্রাফোর্ড টেস্ট বৃষ্টিতে ভেসে যাবার পরেই নিশ্চিত হয়ে যায়, অ্যাশেজ ফিরিয়ে আনা সম্ভব না ইংলিশদের জন্য। তবে, সিরিজ না হারার একটা সুযোগ এখনও পাচ্ছে স্বাগতিকরা। ওভালে শেষ টেস্ট জিতলে পাঁচ ম্যাচের সিরিজটা ২-২ সমতায় শেষ করতে পারবে। সেদিকেই আপাতত লক্ষ্য ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের।

পঞ্চম ম্যাচ ঘিরে এরইমাঝে নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে ইংল্যান্ড। ওভাল টেস্টের জন্য এরইমাঝে অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে তারা। তবে মূল একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। শেষ টেস্টে মার্ক উড ও ক্রিস ওকসকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা আছে।

ওকসের সমস্যা তার ফিটনেস ঘিরে৷ অন্যদিকে, মার্ক উডের ক্লান্তির বিষয়ে বাড়তি ভাবনা আছে টিম ম্যানেজমেন্টের। এই দুজনের পরিবর্তে দেখা যেতে পারে ওলি রবিনসন এবং জশ টাংকে। আর পেস বোলিংয়ের মূল আক্রমণের জন্য দুই অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড আর জেমস অ্যান্ডারসনের উপরেই আস্থা কোচের।

অন্যদিকে ব্যাটিং লাইনআপে কোন পরিবর্তন আনার সম্ভাবনা নেই বললেই চলে। ওল্ড ট্রাফোর্ডে বেশ ভালোভাবেই অজি বোলারদের সামলেছে ইংলিশ ব্যাটিং লাইনআপ। মঈন আলীকে তিন, হ্যারি ব্রুককে পাঁচ আর জনি বেয়ারস্টোকে সাত নাম্বারেই দেখা যাবে এই টেস্টে।

মূল সিরিজে হেরে গেলেও স্টোকস এখন ওভালে জয় পেতে মরিয়া। ম্যানচেস্টারে সিরিজ হারানোর পর স্টোকস বলেন, ‘৩-১ এ হারার চেয়ে ২-২ ড্র শুনতেই ভালো লাগবে।’

পঞ্চম টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড : বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জো রুট, মার্ক উড, ক্রিস ওকস, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রোলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, ওলি রবিনসন ও জশ টাং।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss