spot_img

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শান্ত-মুশফিকের ব্যাটিংয়ে লড়াই করছে টাইগাররা

৩৬ রানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশকে টেনে তুলছিলেন নাজমুল শান্ত-হৃদয়। তাদের ব্যাটে বড় স্কোরের আশা দেখছিল বাংলাদেশ। তবে দলীয় ৯৫ রানে হৃদয়ের বিদায়ে ভাঙে এই জুটি। চতুর্থ উইকেটে দুজন ৫৯ রান তুলেছেন। হৃদয় ফিরেছেন ২০ রানে। এর আগে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তোলেন শান্ত।

এই রিপোর্টটি লেখা পর্যন্ত বাংলাদেশ ২৯ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১২০ রানে ব্যাট করছে। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন মুশফিক।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। মাহিশ থিকশানার মিডল স্টাম্পের ওপর করা ডেলিভারি ভুল লাইনে খেলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তানজিদ। দুই বল খেলে ‘ডাক’ সঙ্গে নিয়ে ফেরেন তিনি। এরপর সামনে এগিয়ে ধনাঞ্জয়া ডি সিলভাকে বড় শট খেলতে চেয়েছিলেন নাঈম। তবে সেই শটে ছিল না নিয়ন্ত্রণ, নিশাঙ্কার তালুবন্দি হয়ে মাত্র ১৬ রানেই বিদায় হন টাইগার ওপেনার।

নতুন করে ওয়ানডের নেতৃত্বভার পাওয়া সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন। ব্যাটিং উপযোগী উইকেটে বড় রান করার আশার কথা জানান তিনি। বাংলাদেশ একাদশে আছেন শেখ মাহেদী হাসান।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা, দুনিথ ওয়াল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss