spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের প্রধান গাওহার সিরাজ জামিল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ২৫ তম জাতীয় ক্রিকেট লিগ আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে।

এবারের লিগেও যথারীতি অংশ নিচ্ছে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দল। এবারের জাতীয় লিগে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের প্রধান মনোনীত হলেন ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য গাওহার সিরাজ জামিল।

জাতীয় ক্রিকেট লিগ আইসিসি স্বীকৃত একটি প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশে এই প্রতিযোগিতা আয়োজনের ইতিহাস দীর্ঘদিনের।

ইতোমধ্যেই ২৪ বার উক্ত প্রতিযোগিতা সফলভাবে আয়োজিত হয়েছে। প্রতি বছরই উক্ত প্রতিযোগিতা উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় দলের প্রধান মনোনয়ন করা হয়। গাওহার জামিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৩ বারের মনোনীত সিআইপি।

তিনি ফোর এইচ গ্রুপ অব কোম্পানীজ এর ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএ’র ফরেইন মিশন সেল এর চেয়ারম্যান, সিরাজ ফোর এইচ ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সদ্য গঠিত চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য, চট্টগ্রাম আবাহনী ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss