spot_img

২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ধর্মশালার গ্যালারিতে আছেন তামিম!

শেষ পর্যন্ত বিশ্বকাপে যাওয়া হয়নি তামিম ইকবালের। দেশ সেরা এই ওপেনারকে ছাড়াই ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তা নিয়ে হয়েছে অনেক নাটক। ফেসবুকে নিজের অবস্থান ব্যাখ্যা করে দেওয়া এক ভিডিওবার্তায় তামিম বলেছিলেন, ‘আমাকে মনে রাখিয়েন। ভুলে যাইয়েন না।’

তামিমকে ভুলেনি টাইগার সমর্থকেরা। ভারত বিশ্বকাপে না থেকেও আছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। শনিবার আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালার গ্যালারিতে উপস্থিত হওয়া সমর্থকরা তামিম ইকবালকে নিয়ে বানানো একটি ব্যানার নিয়ে উপস্থিত হন। তাতে লেখা, ‘আমরা আপনাকে কখনো ভুলব না।’

তামিম ইকবাল দেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি ১৫ হাজার ২৪৯ রান করেছেন। দেশের অসংখ্য ম্যাচ জয়ে তার অবদান রয়েছে। অথচ বিশ্বের অন্যতম সেরা এই ওপেনারকে রাখা হয়নি এবারের বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss