এ এন জে সকার লীগ ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার চট্টগ্রাম নগরীর জিইসি সংলগ্ন এরিয়াল-লিজেন্ড অফিসের রুফটপে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফোর এইচ গ্রুপের ডিজিএম- শাহাদাত উদ্দীন মোহাম্মদ সাদাত, ডিপ ডিগার্স লিমিটেডের ডিরেক্টর- মোহাম্মদ নুরুননবী, এ জি এম- মো তারেকুল হক, ট্রিনিটি লজিস্টিকসের সিনিয়র ম্যানেজার- হেলাল উদ্দিন চৌধুরী, এরিয়েল প্রপার্টিজ লিমিটের ম্যানেজার- খুরশিদ আলম চৌধুরী, , ট্রিনিটি লজিস্টিকসের ম্যানেজার- শহিদুল ইসলাম চৌধুরী, দি ট্রেফলসের ম্যানেজার- আহসান হাবিব এবং এন এন জে ম্যানেজমেন্টের সিনিয়র কর্মকর্তা বৃন্দ।
মোট পাঁচটি দল অংশগ্রহণে সর্বমোট ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এ এন জে সকার লীগে। পাঁচ দলগুলো হলো:- ভাইকিংস, ওয়ারিয়ার্স, দ্যা চ্যাম্প, এভেন্জার্স, বাফেলো বিলস। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে বিকেল ৫ টায় ওয়ারিয়ার্সের মুখোমুখি হবে বাফেলো বিলস এবং দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬ টায় এভেন্জার্সের মুখোমুখি হবে দ্যা চ্যাম্প।
লীগের সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম নগরীরর ২ নং গেট সংলগ্ন চট্ট-টার্ফে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সিরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমী মাঠে। ১৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই লীগ।
চস/আজহার