spot_img

২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে শাহিন আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে স্বস্তির এক জয় পেল পাকিস্তান। যা তাদের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। বল হাতে এদিন (মঙ্গলবার) জয়ে বড় ভূমিকা রেখেছিলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ম্যাচের মাত্র পঞ্চম বলেই তিনি টাইগার ওপেনার তানজিদ হাসানকে ফেরান। আর এর মাধ্যমে পেসারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম ‘সেঞ্চুরি’র রেকর্ড গড়েন শাহিন। পরে র‌্যাংকিংয়েও তার সুফল পেয়েছেন। প্রথমবারের মতো বোলারদের শীর্ষে ওঠে গেলেন এই তারকা পেসার।

আজ (বুধবার) সাপ্তাহিক হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে পাঁচ বছরের ক্যারিয়ারে প্রথমবার বোলিং র‌্যাংকিংয়ের চূড়ায় ওঠার কীর্তি গড়লেন শাহিন। এই তালিকায় তিনি বড় লাফই দিয়েছেন বলা চলে, সাত থেকে তিনি নম্বর ওয়ান পজিশন দখল করেছেন। অথচ চলমান বিশ্বকাপের শুরুতেও শাহিন আফ্রিদির ফর্ম নিয়ে কম সমালোচনা হয়নি।

শাহিনের এমন উল্লম্ফনের দিনে একধাপ করে নিচে নেমে গেছেন র‌্যাংকিংয়ের চূড়ায় থাকা তিন বোলার জশ হ্যাজলউড (৬৬৩), মোহাম্মদ সিরাজ (৬৫৬), কেশব মহারাজ (৬৫১)। ২৩ বছর বয়সী শাহিনের নামের পাশে রয়েছে ৬৭৩ রেটিং পয়েন্ট।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে চলমান বিশ্বকাপেও উইকেট-শিকারিদের তালিকায় শীর্ষে আছেন শাহিন। অস্ট্রেলিয়ান লেগ-স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করা এই পেসার এখন পর্যন্ত সমানসংখ্যক ১৬টি উইকেট পেয়েছেন। সর্বশেষ গতকালও (মঙ্গলবার) বাংলাদেশের বিপক্ষে তিন উইকেট নিয়েছিলেন শাহিন। এর আগের ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ৩ উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়া ম্যাচে বাঁ-হাতি পেসার করেন ৫ শিকার।

এছাড়া বোলারদের তালিকায় সেরা দশের মধ্যে ভারতীয় চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব দুই ধাপ এগিয়ে সপ্তম এবং আফগানিস্তানের মুজিব-উর-রহমান দুই ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন। এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে পাঁচ-ছয়ে অবস্থান করছেন ট্রেন্ট বোল্ট ও রশিদ খান।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss