spot_img

৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কুমিল্লার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট

রংপুরের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। অন্যদিকে, বিদায়ঘণ্টা বেজে গেছে গতবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্সের। আজ মুখোমুখি লড়াইয়ে নামছে দু’দল। লক্ষ্যটাও ভিন্ন তাদের। শেষটা জয়ে রাঙাতে চায় মোহাম্মদ মিঠুনরা।

অন্যদিকে, শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করতে চায় লিটন দাসের কুমিল্লা। আজ (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে কুমিল্লার বিপক্ষে ব্যাটিং বেছে নিয়েছে সিলেট। ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়।

কুমিল্লার একাদশে আজ তারকার ছড়াছড়ি। ইংলিশ অলরাউন্ডার মঈন আলি ও জনসন চার্লসদের সঙ্গে একাদশে যুক্ত হয়েছেন ক্যারিবীয় দুই তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। অন্যদিকে, সিলেট টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও শেষ মুহূর্তে দলে ভিড়িয়েছে ক্যারিবীয় বিধ্বংসী ব্যাটার কেনার লুইসকে।

কুমিল্লা একাদশ
লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, জনসন চার্লস, তাওহীদ হৃদয়, জাকের আলী, আন্দ্রে রাসেল, মঈন আলী, সুনীল নারিন, রিশাদ হোসেন, মুশফিক হাসান ও আলিস আল ইসলাম।

সিলেট একাদশ
মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, সামিত প্যাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, সানজামুল ইসলাম ও শফিকুল ইসলাম।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss