spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৩৬ রান

প্রথম ওয়ানডে জিতে সিরিজে লিড নিয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাড়ায় লঙ্কানরা। তাই আজকের ম্যাচটা দুই দলের জন্য সমান।

এইম্যাচে বাংলাদেশের বোলাররা যেমন ভালো খেলেছে, তেমনি ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ইনিংস খেললেন শ্রীলঙ্কার ব্যাটার জেনিথ লিয়ানাগে। তার অপরাজিত ১০২ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে লড়াই করার মতো ২৩৫ (অলআউট) রানের পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা। অর্থাৎ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৩৬ রান।

আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ১৫ রানের মাথায় দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৮ বলে ১ রান করা লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফেরত পাঠান তাসকিন।

ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে দারুণ আউটসুইয়ে ব্হিাইন্ড দ্য উইকেটে আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দোকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান তাসকিন।

দ্রুত ২ ওপেনারকে হারিয়ে ফেলার পর দায়িত্ব নিয়ে ব্যাট করার চেষ্টা করছিলেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। তাদেরকে সেই কাজটি করতে দিলেন না এক ম্যাচ পর দলে ফেরা পেসার মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের গুড লেন্থের বল সামারাবিক্রমার ব্যাটের ভেতরের সাইডে লেগে মুশফিকের গ্লাভসে জমা হয়। ১৫ বলে ১৪ রান করেন ফেরত যান লঙ্কান টপঅর্ডার।

দলে সুযোগ পেয়ে সফলতা দেখিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। পিচে থিতু হয়ে ৫১ বলে ২৯ রান করা কুশল মেন্ডিসকে মুশফিকের ক্যাচ বানান তিনি। এরপর ম্যাচ ধরার চেষ্টায় থাকা চারিথ আসালঙ্কাকে (৪৬ বলে ৩৭) মুশফিকের হাতের ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন মোস্তাফিজ।

রিশাদের পর এদিন সফলতার দেখা পেয়েছেন আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজও। টানা দুই ওভারে দুই উইকেট শিকার করেছেন মিরাজ।

৩১তম ওভারের শেষ বলে দুনিথ ওয়াল্লালাগেকে (১৮ বলে ১) সৌম্য সরকারের ক্যাচ বানান মিরাজ। নিজের পরের ওভারের প্রথম বলেই ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (৮ বলে ১১) বোল্ড করেন ডানহাতি এই অফস্পিনার।

বাংলাদেশের হয়ে ৪২ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তাসকিন। ২টি করে উইকেট নেন মেহেদী ও মোস্তাফিজ।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss