spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

যানজটে স্থগিত মাশরাফি-তামিমদের ম্যাচ

মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে সাভারের হেমায়েতপুরে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। ছড়িয়ে পড়ে পাশের প্রাইভেটকারসহ ৫টি ট্রাকে। এতে এক ব্যক্তি নিহত ও তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন।

বিকেএসপিতে আজ ছিল তামিম ইকবালের প্রাইম ব্যাংক ও পার্টেক্স স্পোর্টিং ক্লাব এবং মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামালের ম্যাচ। তবে সাভারের দুর্ঘটনার পর সৃষ্ট তীব্র যানজটের কারণে বিকেএসপির মাঠে পৌঁছাতে পারেনি কোনো দল। তাই বাধ্য হয়ে ম্যাচ স্থগিত করেছে সিসিডিএম।

লিজেন্ড অব রূপগঞ্জের কর্মকর্তা আহমেদ রুবেল বলেন, হেমায়েতপুরে তীব্র যানজট শুরু হয়, যে কারণে মাঠে পৌঁছানো সম্ভব হয়নি। তবে খেলা রিসিডিউল করা হয়েছে আজকের ম্যাচ দুটি কাল হবে। কালকের গুলো দেয়া হয়েছে আগামী পরশু।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss