spot_img

১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৩০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করল ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে চলতি বছর বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। এরমধ্যে আছে বাংলাদেশের বিপক্ষেও একটি পুর্ণঙ্গ সিরিজ। বেশ আগেভাগেই বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। নভেম্বরের ২২ তারিখ অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৩০ নভেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট, যার ভেন্যু জ্যামাইকা।

টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে যাবে দুই দল। সেখানে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৮ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে। একদিনের বিরতির পর ১০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।

ওয়ানডে সিরিজের পর দুই দিনের বিরতি। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ । ১৫ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। আর সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।

এর আগে সর্বশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল টাইগাররা। সেবার টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss