চট্টগ্রামের সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমি মাঠে অনুষ্ঠিত এরিয়েল অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম দিনের খেলায় জয় পেয়েছে চিটাগাং অ্যামেচার ক্রিকেটার্স ও চিটাগাং রয়ালস। শুক্রবার (২ নভেম্বর) সেরাজ ফোর এইচ একাডেমি মাঠে দিনের প্রথম খেলায় চিটাগাং রয়ালস ৬৫ রানের ব্যবধানে চিটাগাং মাস্টার্সকে হারায়।
দিনের অপর ম্যাচে চিটাগাং অ্যামেচার ক্রিকেটার্স ৬৭ রানের ব্যবধানে হারায় গোল্ডেন গ্লাভস দলকে।
চস/স