spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এরিয়েল এমেচার টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমির তত্বাবধানে এরিয়েল এমেচার টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের ও  সেমিফাইনাল শেষে ফাইনাল খেলা কাল শুক্রবার (৬ ডিসেম্বর) একাডেমির নিজস্ব স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের বাছাইকৃত আটটি মাস্টার্স ক্রিকেট দলকে এবারের টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়। দলগুলো হচ্ছে- চিটাগাং মাস্টার্স, আগ্রাবাদ মাস্টার্স, হোয়াইট ফ্যালকন, চিটাগাং রয়েলস, হক্কানী ক্রিকেট ক্লাব, কুল ওয়ারিয়র্স, গোল্ডেন গ্লাভস ও চিটাগাং এমেচার ক্রিকেটার্স।

গ্রুপ পর্ব ও সেমিফাইনাল শেষে ফাইনালে উত্তীর্ণ হয়েছে  চিটাগাং রয়েলস এবং চিটাগাং এমেচার ক্রিকেটার্স দল। গ্রুপ পর্বে দল দুটি নিজেদের গ্রুপে সেরা হয়েই সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

শুক্রবার সকাল সাড়ে ৯ টায় সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমির নিজস্ব স্টেডিয়ামে ফাইনাল খেলা শুরু হবে।

টুর্নামেন্টটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে এরিয়েল প্রপার্টিজ লিমিটেড। টুর্নামেন্টের ট্রাভেল স্পন্সর হিসেবে রয়েছে ‘ট্রাফল ট্যুরস এন্ড ট্রাভেলস’। টুর্নামেন্টের কো-স্পন্সর হিসেবে রয়েছে ফিটনেস বার।

এছাড়া, স্পন্সর হিসেবে আরও রয়েছে, ট্রিনিটি লজিস্টিক্স, ডিপ ডিগার্স, ফিটনেস বার, দ্যা ট্রেপল, ডিভাইন এগ্রো, সেফ ড্রিংকস এন্ড বেভারেজ, ট্রেফল ট্যুর এন্ড ট্রাভেলস এবং কেডিএফ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss