এরিয়েল এমেচার ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ (সিজন ১) এর শিরোপা জিতেছে চিটাগাং এমেচার ক্রিকেটার্স। শুক্রবার (৬ ডিসেম্বর) বিপুল দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলায় চিটাগাং রয়েলসকে ৪৩ রানে হারিয়ে সেরার মুকুট জিতে নেয় দলটি।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৩ রান সংগ্রহ করে চিটাগাং এমেচার ক্রিকেটার্স। ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো রয়েলস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে।
চিটাগাং এমেচার ক্রিকেটার্সের অধিনায়ক মিরাজ ০ রানে ফিরে গেলে দেখেশুনে খেলতে থাকেন ফাহাদ ও রাশেদ। ১০ ওভারে মাত্র ৫৫ রান হলেও শেষদিকে ইকবাল, লিপন, তানভীর ও মানিকের ঝোড়ো ব্যাটিংয়ে ১৭৩ রানের লড়াকু সংগ্রহ পায় দলটি।
চিটাগাং এমেচার ক্রিকেটার্সের পক্ষে রাশেদ ২১, ইকবাল ৩৬, লিপন ৩৮, মানিক ৩৫ ও তানভীর ২৯ রানে অপরাজিত থাকেন।
১৭৪ রানের টার্গেটে ব্যাট করা রয়েলস নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ১৩০ রানের বেশি করতে ব্যর্থ হয়।
রয়েলসের পক্ষে জাভেদ ইউসুফ সর্বোচ্চ ৩১ রান সংগ্রহ করেন। এছাড়া ডালিম ২৮ ও সাকিব ২৪ রান করেন।
চিটাগাং এমেচার ক্রিকেটার্সের মুরাদ ও মিরাজ ৩ টি করে উইকেট নেন।
ফাইনাল খেলায় ১২ বলে ৩৫ রান করে ম্যাচসেরা হন চিটাগাং এমেচার ক্রিকেটার্সের মানিক। টুর্নামেন্টে ব্যাট-বলে অসামান্য নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন চ্যাম্পিয়ন দলের ফাহাদ বিন হক।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ফোর এইচ গ্রুপের ডিজিএম (একাউন্টস) শাহাদাত উদ্দীন মোহাম্মদ সা’দাত, ফোর এইচ গ্রুপের ডিজিএম (প্রোডাকশন) হেলাল উজ জামান এবং এএনজে ম্যানেজমেন্টের ডিজিএম নবাব আসলাম হাবিব।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দল ও অন্যান্য পুরস্কার খেলোয়াড়দের হাতে তুলে দেন।
চস/স