ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ট্রফি জিতেছে বাংলাদেশ। রবিবার (৮ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ৫৯ রানে জয় পেয়েছে তরুণ টাইগাররা। এ নিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতলো বাংলাদেশ।
এর আগে ২০১৯ যুব এশিয়া কাপ আসরের ফাইনালে প্রথমবার খেলতে নেমে বাংলাদেশ ৫ রানে হেরেছিল ভারতের কাছে। সর্বশেষ ২০২৩ আসরে দুই দলের দেখা হয় সেমিফাইনালে। প্রতিশোধ তুলে বাংলাদেশ সেই ম্যাচে ভারতকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয়। এরপর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপের শিরোপা উৎসবে মাতে ইয়াং টাইগাররা।
এ নিয়ে মোট দুইবার লাল-সবুজের প্রতিনিধিরা যুব এশিয়া কাপের শিরোপা জিতলো। অন্যদিকে, ভারতীয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বোচ্চ ৮টি শিরোপা জিতেছে।
চস/আজহার