spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পাঁচ তারকা হোটেলে ছাদে মিললো প্রকৌশলীর লাশ

রাজধানীর শাহবাগে পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম সুব্রত সাহা (৫০)। তিনি ওই হোটেলে ২০ বছর ধরে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২৫ মে) সকাল সাড়ে ১১ টায় হোটেলের বর্ধিত অংশের দোতলার ছাদে লাশ দেখতে পেয়ে পুলিশেকে খরব দেয় হোটেল কর্তৃপক্ষ।

হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ অনুয়ায়ী, সুব্রত সাহা সকালে তার অফিসে প্রবেশ করেন। সকাল সাড়ে ৯টার থেকে ১০টার মধ্যে তাকে হোটেলের লিফটে উঠতে দেখা যায়। ধরণা করা হচ্ছে, হোটেলের ১১ তলার ছাদ থেকে তিনি পড়ে যান। তবে তাকে কেউ তাকে ধাক্কা দিয়েছেন বা তিনি নিজেই লাফিয়ে পড়েছেন সে বিষয়ে কেউ তথ্য দেননি।

রাজধানীর হাতিরপুলে তার বাসা। তার স্ত্রী ও এক কন্যা সন্তান আছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি রমনা বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss