spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হল মহামারীর মধ্যেই

করোনা মহামারীর মধ্যেই চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে এমবিবিএস (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি নির্বাচনী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়, যা বেলা ১১টা পর্যন্ত চলে। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন চিকিৎসক হতে আগ্রহী প্রায় সোয়া এক লাখ শিক্ষার্থী।

জানা গেছে, সারাদেশে ১ লাখ ২২ হাজার ৭৬১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছিলেন। দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। আর ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরও ৬ হাজার ৩৪০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষা গত বছর নেওয়া যায়নি। এ অবস্থায় সংক্রমণ কিছুটা কমলে গত ৮ ফেব্রুয়ারি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি কার্যক্রমের সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

চট্টগ্রামের যেসব কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (ভেন্যু-১), চট্টগ্রাম সরকারি কলেজ (ভেন্যু-২), কাজেম আলী স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম (ভেন্যু-৩), প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, দামপাড়া, ওয়াসা ক্যাম্পাস (ভেন্যু-৪), প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, জিইসি ক্যাম্পাস (ভেন্যু ৫), বাওয়া স্কুল এন্ড কলেজ (ভেন্যু-৬), ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম, (ভেন্যু-৭)।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss