রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৬ থেকে ১৮ আগস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে ভর্তি উপ-কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, আগামী ১৬ আগস্ট সি ইউনিট, ১৭ আগস্ট এ ইউনিট এবং ১৮ আগস্ট বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিনটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফট দুপুর ১২ থেকে ১টা এবং বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত তৃতীয় শিফট। এ ছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।
পরীক্ষা পেছানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষা তারিখ পেছানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৪ থেকে ১৬ জুন এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
চস/আজহার