আগামী ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত (২১ দিন) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। পরীক্ষা ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে উপস্থিত থাকতে হবে। যানজটের কথা বিবেচনায় রেখে সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়।
চস/এস