spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নেত্রীকে মারধরের ঘটনায় মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজি ও সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় জান্নাতুল ফেরদৌস নামে এক ছাত্রলীগ নেত্রীকে হল থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

জান্নাতুল ফেরদৌস ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি ও বেগম রাজিয়া ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থী। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ইডেন কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভে তোপের মুখে পড়েছেন ইডেন কলেজ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের পদত্যাগেরও দাবি জানায়।

প্রত্যক্ষদর্শীদের একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার ইডেন শাখা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের বিভিন্ন অনিয়ম নিয়ে সাক্ষাৎকার দেন জান্নাতুল। তারই দু’দিনের মাথায় গতকাল রাত ১১টার দিকে জান্নাতুল ফেরদৌসকে হল থেকে বের করে দেওয়ার হুমকির পাশাপাশি হেনস্তার অভিযোগ ওঠে ইডেন শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেত্রীর বিরুদ্ধে।

নির্যাতনের শিকার সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস জানান, সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াতে সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে আটকে রেখে মারধর করেছেন।

ছাত্রলীগের ওই নেত্রী গণমাধ্যমকে বলেন, তার আপত্তিকর ছবিও তুলে রেখেছেন সভাপতি, সাধারণ সম্পাদক ও তাদের সমর্থকরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে তিনি আত্মহত্যা করবেন।

এ বিষয়ে ইডেন কলেজের বঙ্গমাতা হলের প্রাধ্যক্ষ নাজমুন নাহার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss