spot_img

৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে করবেন

আজ (৯ ফেব্রুয়ারি) থেকে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। গতকাল বুধবার বিভিন্ন শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
যেভাবে ফল পুনর্নিরীক্ষণ আবেদন করবেন

শুধুমাত্র টেলিটকের প্রি-পেইড নম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। মোবাইল ফোনের Message অপশনে গিয়ে RSC লিখে দিয়ে RAJ লিখে দিয়ে রোল নম্বর লিখে আবার দিয়ে Subject Code লিখে SMS করুন 16222 নম্বরে।

এক্ষেত্রে প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। ফিরতি SMS- এ PIN Number দেয়া হবে। তারপর Message অপশনে গিয়ে RSC লিখে দিয়ে YES লিখে দিয়ে PIN Number দিয়ে যোগাযোগের মোবাইল নম্বর লিখে SMS করুন 16222 নম্বরে। যেমন- বাংলার জন্য 101 102 অর্থাৎ বাংলা ও ইংরেজির জন্য 101 102 107, 108। একই SMS- এর মাধ্যমে একাধিক পত্রের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss