spot_img

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৬ মে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষা আগামী ১৬ মে শুরু হয়ে ২৫ মে পর্যন্ত চলবে। গত বছরের মতো এবারও মূল ক্যাম্পাসেই পরীক্ষা হবে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আট অনুষদের ডিন, উপাচার্য শিরীণ আখতার, সহ-উপাচার্য বেনু কুমার দে।

সভা শেষে এসব কথা জানান বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান।

তিনি বলেন, চবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করতে আজ সভা হয়েছে। এখন পর্যন্ত গত বছরের নিয়মেই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss