spot_img

২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। বাধা–বিপত্তি, আন্দোলনের নামে আগুন সন্ত্রাস, অবরোধ-হরতাল এসব কর্মসূচি দিয়েও বাংলাদেশের জনগণকে নির্বাচন বিমুখ হয়নি।’

শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখে বোঝা যায় ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাচ্ছে না।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনে যে রকম প্রার্থী দাঁড়িয়েছে, উৎসাহ উদ্দীপনা আছে, তাতে ব্যাপক সংখ্যক ভোটার উপস্থিতির প্রত্যাশা করছে আওয়ামী লীগ।’

তিনি আরও বলেন, ‘এ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ঠেকাতে বিএনপি যে অপচেষ্টা করেছিল তা এখনো অব্যাহত আছে। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারা আরেকটি বিজয়ের বন্দরে পৌঁছাতে চায়। এজন্য ভোট দেয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এক কথায় বলা যায়, কিছু কিছু দল নির্বাচন বিরোধী কর্মকাণ্ডের লিপ্ত থাকলেও জনগণ এখন নির্বাচনমুখী; এ কথা নির্দ্বিধায় বলা যেতে পারে।’

বিএনপির এক দফা মুখ থুবড়ে পড়েছে- মন্তব্য করে তিনি বলেন, ‘গণমুখী রাজনীতি না করে ষড়যন্ত্রের চোরাবালিতে পা দিয়ে বিএনপির আজ এ দুরবস্থা।’

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলকে ভাঙতে চায় না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতৃত্বের দলটির নেতাকর্মীরা হতাশ, আস্থা হারিয়ে ফেলেছে। এ থেকেই দলটির সাবেক ও বর্তমান নেতারা নির্বাচনে অংশ নিয়েছেন। কাজেই অংশগ্রহণ নির্বাচন বলতে যা বোঝায় ২৯টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। সারা বাংলাদেশে উৎসাহ উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার জন্য মানুষের যে আগ্রহ দেখছি তাতে চক্রান্ত, ষড়যন্ত্র করে মানুষকে নির্বাচনবিমুখ করা যাবে না।’

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss