সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই।
চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সিইসি। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে এ মতবিনিময় সভা হয়।
সভায় সিইসি বলেন, নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। ডানে বামের বা বহির্বিশ্বের কোন চাপ নেই। এখন আমরা বিবেবেকের চাপে আছি। এদেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব।
বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। আমরা ওনাদের সুপারিশনামা এখনও পাইনি। তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোন চিন্তা করা হচ্ছে না। সিদ্ধান্তও নেই।
অন্য এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা ভোটারদের আস্থাহীনতা দূর করব। এজন্য বাড়ি বাড়ি যাব। ৬ মাসের মধ্যে এই কাজ শেষ করব। ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করব।
এবার আগের মতো ভোট হবে না জানিয়ে তিনি বলেন, আপনাদের বলতে চাই, এবারের নির্বাচন আগের মতো হবে না। এজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এজন্য সবার সহযোগিতা লাগবে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ, উপপরিচালক (স্থানীয় সরকার) অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী, রাজু আহমেদসহ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা নির্বাচন কর্মকর্তা।
চস/স