spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২৯ মে থেকে বিমানের সৌদি ফ্লাইট চালু

আগামী ২৯ মে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করবে। সংস্থাটি রোববার (২৩ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে।

বিমান বলছে, সৌদি আরবে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।

তবে সৌদি আরবে যেতে যাত্রীদের আগে কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এর জন্য হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য বিমানের যেকোনো সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

যাত্রীদের ভিসার মেয়াদের ওপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন বণ্টন করা হবে।

আরো পড়ুন: চট্টগ্রামে করোনায় আরও ৪ জনের মৃত্যু

বিস্তারিত তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট বা কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭–এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এর আগে গত ২০ মে থেকে সৌদিগামী সব ফ্লাইট স্থগিত করে বিমান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss