spot_img

৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভারতের মহারাষ্ট্রে ১৮ বাংলাদেশি গ্রেফতার

ভারতের মহারাষ্ট্রে ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের থানে জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১০ জন নারীও আছেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ তারা অবৈধভাবে বসবাস করছিলেন সেখানে।

শনিবার (৪ মার্চ) স্থানীয় প্রশাসন সূত্রে এ খবর জানা গেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানায়, পহেলা মার্চ অভিযান চালিয়ে তাদের ধরা হয়। নাভি মুম্বাইর ঘনসলি এলাকায় বিয়ের অুনষ্ঠানে অংশ নিতে কয়েকজন বাংলাদেশি জড়ো হয়েছে এমন খবর পেয়েই ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ দাবি করেছে, আটকদের মধ্যে ১০ জন নারী ও আটজন পুরুষ রয়েছেন। কোনো প্রকার অনুমোদিত ভিসা ও পাসপোর্ট ছাড়া তারা ওই এলাকায় প্রায় বছরখানেক ধরে বাস করছেন।

এরইমধ্যে গ্রেফতারদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ, তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss