spot_img

১৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৩০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কানাডাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

ফাইরোজ শাফিন মুনমুন (২১ ) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ২৪ নম্বর এভিনিউতে একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে ক্যালগ্যারি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাইরোজ শাফিন মুনমুন ক্যালগ্যারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। মুনমুন অন্যান্য ছাত্রীদের সঙ্গে ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি ভাড়া বাড়িতে থাকতেন। তার বাবা-মা দুজনেই চিকিৎসক। তারা ঢাকায় থাকেন।

মুনমুনের মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন ক্যালগ্যারির প্রবাসী বাংলাদেশিরা। এ বিষয়ে কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশন ও কনস্যুলেট অফিসের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনরার খলিলুর রহমান বলেন, যত দ্রুত সম্ভব আমরা নিহতের মরদেহ দেশে ফেরত পাঠানো ব্যবস্থা করব।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ক্যালগ্যারির বায়তুল মোকাররম মসজিদে নিহত শাফিন মুনমুনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন মুসল্লিরা। এ ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালগ্যারি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss