spot_img

২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় রাজিব মৃধা (২৩) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই প্রবাসী বাংলাদেশী আহত হয়েছেন। আশাঙ্কাজনক অবস্থায় তারা সেলায়াং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে কেপং শহরে রাস্তার পাশে পানির লাইনের কাজ করা অবস্থায় চলন্ত গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাজিব মৃধা শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের চর লাউলানি এলাকার মো. জাকির জাহাঙ্গির মৃধার ছেলে। আহত দুজনের মধ্যে একজন মুন্সিগঞ্জের জনি ব্যাপারি ও অন্যজন শরীয়তপুরের মো. জালাল সৈয়াল।

নিহতের স্বজনরা জানিয়েছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে এক বছর আগে মালয়েশিয়ায় যান চর লাউলানি এলাকার জাহাঙ্গীর মৃধার ছোট ছেলে রাজিব মৃধা। দুই ভাইয়ের মধ্যে রাজিব সবার ছোট। তিনি কেপং শহরে শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে রাস্তার পাশে পানির লাইনের কাজ করা অবস্থায় চলন্ত গাড়ির ধাক্কায় তিন বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে সেলায়াং হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজন মৃধাকে মৃত ঘোষণা করেন।

রাজিব মৃধার লাশ দেশে পাঠানোর বিষয়ে মালয়েশিয়াস্থ শরিয়তপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির বলেন, আমরা চেষ্টা করছি মৃত এবং আহত ব্যক্তিরা যেন ইন্স্যুরেন্সের মাধ্যমে তাদের ক্ষতিপূরণ পায় সে ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। দ্রুতই তাদের ক্ষতিপূরণ পাবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া রাজীবের লাশ দেশে পাঠাতে চলমান প্রক্রিয়ায় রয়েছে। হাইকমিশনের সহযোগিতায় সরকারিভাবে দ্রুত রাজনের মরদেহ দেশে পাঠানো সম্ভব হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৫ দিনের মধ্যে মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে শরীয়তপুরের ১০ জন প্রবাসী বাংলাদেশী মৃত্যুবরণ করেছে। যার মধ্যে সড়ক দুর্ঘটনা ও হৃদরোগে আক্রান্ত মৃত্যুই বেশি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss